সেলিব্রেটি। শব্দটি শুনলেই আমাদের মাঝে এক অন্যরকম মোহ কাজ করে। সেলিব্রেটি মানেই যেন বিশেষ কেউ। আজ আমরা ঝলমলে দুনিয়ার টলমলে কিছু মানুষকে সেলিব্রেটি বানিয়ে নিয়েছি, যারা কিনা বেহুদা আর অশ্লীল কাজের একনিষ্ঠ কর্মী ছাড়া কিছুই নয়। জীবনের পদে পদে আমরা তাদের অনুসরণ করি, কায়মনোবাক্যে তাদের-ই মতো হতে চাই। কিন্তু এরা কি সত্যিকারের সেলিব্রেটি?
সত্যিকারের সেলিব্রেটি তো তাঁরাই যারা যুগে যুগে ইসলামের ঝাণ্ডা বহন করেছেন, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য নিজেদের জান ও মাল বিলিয়ে দিয়েছেন। তাঁরাই সত্যিকারের সেলিব্রেটি। তাঁরাই এই উম্মাহর কিংবদন্তি। যদি কাউকে জীবনের আদর্শ বানাতে হয়, যদি কাউকে জীবনের পদে পদে অনুসরণ করতে হয়, তবে তাঁরাই হতে পারেন আমাদের অনুপম আদর্শ।
আমরা কি কখনো তাঁদের মতো হতে চেয়েছি? কখনো কি তাঁদের সম্পর্কে একটুখানি জানার চেষ্টা করেছি? তা হলে কীভাবে আমরা তাঁদের পদাঙ্ক অনুসরণ করব?
বিভিন্ন যুগে ইতিহাস রচনা করা উম্মাহর দশ জন কিংবদন্তির জীবনের গল্প নিয়ে এসেছি আমরা। দুনিয়ার সস্তা সেলিব্রেটিদের ভিড়ে আমরা যেন সত্যিকারের সেলিব্রেটি, সত্যিকারের কিংবদন্তিদের আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করতে পারি, সে লক্ষ্যেই সন্দীপন প্রকাশন নিয়ে এসেছে ‘উম্মাহর কিংবদন্তিরা’।
হারুনুর রশীদের খেলাফতের সময় ছিল। একবার খলীফা হারুনুর রশীদ এই শহরে তার স্ত্রীর সঙ্গে শাহী টাওয়ারে বসা ছিলেন। এমন সময় তিনি দেখলেন যে, শহরে এক আওয়াজ ধ্বনিত হচ্ছে। হারুনুর রশীদের ধারণা হলো, হয়ত কোনো শত্রু শহরে হামলা করেছে অথবা কোনো প্রতিপক্ষ আক্রমণ করেছে। বিষয়টি জানার জন্য মানুষ তৎক্ষণাৎ দৌড়ে গেল।
.
পরে জানা গেল যে, হজরত আবদুল্লাহ ইবনুল মুবারক (রহ.) রোক্কা শহরে শুভাগমন করেছেন। আর মানুষেরা তাকে স্বাগতম জানাতে দলে দলে শহরের বাইরে বেরিয়ে এসেছে। এটি তারই ধ্বনি।
.
উম্মাহর কিংবদন্তিদের নিয়ে এরকম আরও গল্প পড়তে আজই সংগ্রহ করুন:
Reviews
There are no reviews yet.