মুসলিম উম্মাহর জন্য পরস্পর ঐক্যবদ্ধ থাকা এবং নিজেদের একতা ও সংহতি রক্ষা করা অপরিহার্য একটি বিষয় ৷ এটি ইসলামের মৌলিক একটি ফরয ৷ উম্মাহর মাঝে ফাটল সৃষ্টি হলে তাদের উপর নেমে আসতে পারে বিভিন্ন প্রকারের আগ্রাসন ৷ ফলে উম্মাহ শুধু ক্ষতিগ্রস্থই হতে থাকবে ৷ শুধু উম্মাহ নয়, উম্মাহর দ্বীন শরীয়তের উপরও আঘাত আসতে পারে এবং এসমস্ত আঘাতের চিহ্ন বর্তমানেও অনেক জায়গায় পরিলক্ষিত হচ্ছে ৷ তো এসব আগ্রাসন থেকে মুক্তির অন্যতম পন্থা হলো, উম্মাহর মাঝে ঐক্যের সৃষ্টি করা ৷ তাদের মাঝে প্রীতি, ভালোবাসা ও একে অন্যকে সর্বাবস্থায় সবরকম সাহয্যের সম্পর্ক তৈরী করা ৷ তবে এটা কোন সহজ কাজ নয় ৷ বিভেদ বিচ্ছিন্নতা সৃষ্টিকারীদের ফেতনার এ যুগে এটা বড় একটা ব্যাপার ৷ এজন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে ৷ এবং এক্ষেত্রে চেষ্টা প্রচেষ্টার কোন ত্রুটি করা যাবে না ৷ সচেতন দায়িত্ববান প্রতিটি অালেমেরই এদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে ৷ ওয়াজ, বক্তৃতা, লিখনী ইত্যাদির মাধ্যমে এ কাজ এগিয়ে নিতে হবে ৷ সকল প্রতিকূলতার দেয়াল ভেঙ্গে এগিয়ে যেতে হবে ৷
আলহামদুলিল্লাহ উম্মাহর সচেতন আলেমসমাজ সর্বযুগেই এ দ্বায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে গেছেন এবং এখনো যাচ্ছেন ৷ বিভেদ বিচ্ছিন্নতা সৃষ্টিকারী কোন দলকেই তাঁরা পরোয়া করেননি ৷উম্মাহকে ঐক্যের প্রতি আহ্বানের সেই ধারাকে অব্যাহত রেখেই এ সময়ের বিশিষ্ট আলেম, মুফতি মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক সাহেব দা.বা. অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই রচনা করেছেন, যা বাংলা ভাষাভাষীদের মাঝে ঐক্য সৃষ্টিতে বিশেষ ভূমিকা রেখে চলছে ৷ বইটির নাম ” وحدة الأمة و اتباع السنة -উম্মাহর ঐক্য: পথ ও পন্থা “৷ মতভিন্নতার মাঝেও সম্প্রীতি রক্ষা, সুন্নাহসম্মত পন্থায় সুন্নাহর প্রতি আহ্বানমূলক একটি বই ৷ আমার প্রিয় বই৷
দুঃখজনক হলেও সত্য যে, সম্প্রতি আমরা এমন এক পরিস্থিতির সম্মুখীন হয়েছি, যেখানে হাদীস ও সুন্নাহর অনুসরণ নিয়ে উম্মাহর মাঝে বিবাদ-বিসংবাদ সৃষ্টি হচ্ছে ৷ উম্মাহর ঐক্য ও সংহতির প্রশ্নে মুজতাহিদ ইমামগণকে এবং তাদের সংকলিত ফিকহি মাযহাবসমূহকে দায়ী করা হচ্ছে ৷ অথচ ফিকহের এই মাযহাবগুলো হচ্ছে কুরআন সুন্নাহর বিধিবিধানেরই ব্যাখ্যা এবং তার সুবিন্যস্ত ও সংকলিত রূপ ৷
এতে প্রমাণিত হয় যে, আমাদের কিছু বন্ধু সুন্নাহর অনুসরণের মর্ম ও তার সুন্নাহসম্মত পন্থা এবং সুন্নাহর প্রতি আহ্বানের সুন্নাহসম্মত উপায় সম্পর্কে দুঃখজনকভাবে উদাসীন ৷ তেমনি মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতির সঠিক উপলব্ধি এবং ঐক্যবিনাশী বিষয়গুলো চিহ্নিত করার ক্ষেত্রে ভ্রান্তি ও বিভ্রান্তির শিকার ৷ তাই এই দিকগুলো সামনে রেখে উক্ত বইয়ে মতভিন্নতার মাঝেও সম্প্রীতি রক্ষা, সুন্নাহসম্মত পন্থায় সুন্নাহর প্রতি আহ্বান সম্পর্কিত মৌলিক কিছু বিষয়ে আলোচনা করা হয়েছে ৷ পাঠকের কাছে বিষয়টি আরো সুস্পষ্ট করতে এ বইয়ে আলোচিত কিছু শিরোনাম নিম্নে পেশ করা হলো:
* ঐক্য ও সংহতি এবং সৌহার্দ্য ও সম্প্রীতির গুরুত্ব ( কুরআন-হাদীস থেকে উদ্ধৃতিসহ)
* কী কী বিষয় ঐক্যের পরিপন্থী এবং কী কী বিষয় নয়
* সুন্নাহর প্রতি আহ্বানের অনুসৃত ও সুন্নাহসম্মত পন্থা
* ইমামগণের মতভিন্নতার বড় কারণ কি হাদীস না-জানা কিংবা না-মানা?
* ফকীহগণ কি হাদীস কম জানতেন?
* শুধু হাদীসের শরণাপন্ন হলেই কি সকল প্রকার মতপার্থক্য দূর হয়ে যাবে?
* ইজতিহাদি মাসায়েল বা ফুরূয়ি মাসায়েলে মতভিন্নতার ক্ষেত্রে সঠিক কর্মপন্থা
* ফুরুয়ি ইখতিলাফ অর্থাৎ শাখাগত মতভিন্নতার ক্ষেত্রে বাড়াবাড়ি ও কড়াকড়ির কারণ
* কিছু অনুরোধ ইত্যাদি ৷
Reviews
There are no reviews yet.